সর্বশেষ লেখা

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'ফেসবুকে আমরা _ রম্য কবিতা ', লেখক ও আবৃত্তিকার রনি আহম্মেদ | R A W MEDIA



" ফেসবুকে আমরা " (রম্য কবিতা )
----- রনি আহম্মেদ.
ফেসবুকে আমরা , করি কত হাঙ্গামা !
কেউও বলে,"শেয়ার কর আমার এই পিক ।"
" তাহলে ফোনের নাম্বার দিবো এই কথায় ঠিক "।
কেউও বলে,"কেমন হল বন্ধু আমার দেওয়া পিক?"
কমেন্টে উত্তর আসে," দারুন !"
নতুবা , " একদম ঠিক ।"
কেউও বা ঘুরে ফিরে ভালোবাসার টানে 
দারুন, দারুন বিবৃতি দেয় ,
যদি , একখানা মনের মানুষ বাঁধে ।
কেউও বলে , "বন্ধু লাইক তো পায় না ।"
__মনে মনে ফেসবুকি বন্ধু ,
হিংসাক্তক মন দিতে তা চায় না ।"
উত্তর আসে বন্ধুর কাছ থেকে ,
" আমিও তো তোর কাছ থেকে বেশি কীছু পায় না"
" চ্যাটে চিটারি, উত্তর পেতে এত দেরি !"
" লাইক কী এতোই সস্তা যে, গোলআলুর বস্তা !
____ আর ভাই কী বলি , কীছু আইডির নাম বলি , 
উড়ন্ত বাসাতে লুঙ্গি ধর , তার সঙ্গে ফুটন্ত জল !"
আমরা সব ফেসবুকের উজবুকের দল !"
বিঃদ্রঃ ৪ঠা ফ্রেরুয়ারি ২০০৪ ফেসবুক প্রতিষ্ঠিত হয় , কাজে আজ ফেসবুকে প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কবিতাটি পোষ্ট করলাম । 
--------- রনি আহম্মেদ.


                                                        প্রতীকী ছবি: ফেসবুকে আমরা 



All Copyright R A W Media 2020

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thanks for your comment