সর্বশেষ লেখা

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাংলা কবিতা 'মানবতার কবি' - লেখক রনি আহম্মেদ ।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে রনি আহম্মেদ লেখা কবিতা |R A W Media

     মানবতার কবি (কবিতা) 

লেখক _রনি আহম্মেদ 


ছবি
    



ওগো মানবতার কবি, 

তুমি যে গেয়েছ মানবতার জয়গান

 অগ্নিবীণার সুর দিয়ে ধরাই এনেছ প্রাণ।

 নবযুগের সূচনা দিয়ে, 

ঘটাতে চেয়েছ চির - নরকের অবসান ।

 বিদ্রোহী তুমি, করেছ বিদ্রোহ

 দিতে সকলের সমাধান।

 জগৎ জুড়ে কাঁদছে যখন, উপেক্ষিত সর্বহারা।

 দুঃখী দারিদ্র্যের ভাগ্য আকাশে 

ধূমকেতুর মতো উদ্ভব হলো, 

 কাজী বংশের, চুরুলিয়া গ্রামের সেই দুখু মিয়া ।

 মসি ধরে  বললে তুমি, " শত্রুরা সবাই চরম পাজি,

বললে তুমি বিদ্রোহী কন্ঠে, করছে তারা মোদের

জীবন নিয়ে কত না কারসাজি।

মৃত্যুক্ষুধা বুকে নিয়ে, জাগল সবাই, মনের মধ্যে

 জ্বালিয়ে প্রলয় শিখা। সেই শিখার চক্রবাকে বশীভূত হলো শত্রু সবে।


" ওহে নজরুল -

তোমার কিরণে দূর হল মানব জীবনে থাকা গাঢ় কুহেলিকা যে!

সাম্যবাদীর ভাব ধারায় এসে,

মাতল সবাই খুশিতে মেতে।

দুঃখী দুর্দিনের যাত্রী তুমি

কাজী নজরুল আজও তুমি

 মানবতার কবি তুমি।


* উৎসর্গঃ" বিদ্রোহী কবি কাজী নজরুলের জন্য"


All Copyright R A W Media 2021 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ