সর্বশেষ লেখা

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জীবনের কবিতা - লেখক রনি আহম্মেদ। বাংলা কবিতা 'জীবনের কবিতা ', R AW Media বাংলা সাহিত্য ম্যাগাজিন |R A W Media

  জীবনের কবিতা 
  _  রনি আহম্মেদ 




জীবনের কবিতা  মানে, 
জীবনের সুখ-দুঃখের স্বাদ নেয়া। 
পরাজায় ছুঁড়ে ফেলে 
বিজয় লাভ করে। 

অসত্যকে মাটিতে গুড়িয়ে দিয়ে - 
সত্যকে রোপন করে পরিচর্যা করা।
মন্দ কে বাদ দিয়ে 
ভালোকে গ্রহণ করে নেয়া। 
দুর্গন্ধের বেড়াজাল ভেঙে 
সুবাস, সৌরভ গ্রহণ করতে থাকা।



প্রাসঙ্গিক কিছু কথা :
  

কবিতা বিষয়ক: 'জীবনের কবিতা' কবিতাটি রনি আহম্মেদ এর প্রকাশিত একটি কবিতা। যদিও 'কলরব' নামের একটি সাহিত্য ম্যাগাজিনে কবিতাটি আগে থেকেই প্রকাশিত হয়েছে। কিন্তু সময়ের প্রয়োজনে এবং বর্তমান তথ্য প্রযুক্তির বিষয়কে কেন্দ্র করে রনি আহম্মেদ ব্লগ সাইটের লেখালেখি শুরু করেছেন। 

রনি আহম্মেদ একজন ব্লগার ও সাহিত্যিক যিনি বাংলা  সাহিত্যের বিভিন্ন বিষয়ে লেখালেখি চর্চা করে থাকেন। R A W Media একটি রনি আহম্মেদ এর নিজস্ব ব্লগসাইট যেখানে রনি আহম্মেদ নিয়মিত লেখালেখি করে থাকেন।

© R A W Media 2020 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thanks for your comment