সর্বশেষ লেখা

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুঃখ লাগে - আমরা হারিয়েছি নৈতিকতা | রনি আহম্মেদ এর লেখা প্রবন্ধ | R A W Media

  দুঃখ লাগে 

আমরা হারিয়েছি নৈতিকতা(প্রবন্ধ)

 লেখক - রনি আহম্মেদ 

R A W Media
ছবি




বর্তমান পৃথিবীতে মানুষ আজ অনেক এগিয়েছে কি? হ্যাঁ, এগিয়েছে বটে! কিন্তু কিসে মানুষ এগিয়েছে? এই প্রশ্নের উত্তরে আমি বলব যে, "অর্থ ধন-সম্পদে এগিয়েছে কিন্তু সৎ পথে এগিয়ে যায়নি, বরং সেখান থেকে মানুষ আরো পিছিয়েছে বৈকি।" বর্তমান পৃথিবীর মানুষকে সবই দিয়েছি, শুধু দিতে পারেনি মানবসত্তা বা মনুষ্যত্ব । বর্তমানে মানুষের আয়ু বাড়ছে অর্থ ধন-সম্পদ বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অহংকার চরিত্রহীনতা ও ভোগ বিলাসিতা । আমরা ভুলে গেছি পাশের বাড়ি অসহায় দুঃখী মানুষের কথা। আমরা সর্বদা নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত। ভোগের মধ্যে সুখ নেই, ত্যাগের মধ্যে যে বিশাল সুখ, তা মানতে বিন্দুমাত্র রাজি আমরা নই। কারণ আমাদের অর্থ-সম্পদ আর অহংকার কি কম আছে! আমরা ভুলে গেছি সেই মহামানবের কথা, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরেও, নিজেকে কখনো ভোগ বিলাসে ব্যস্ত রাখেননি। হ্যাঁ, হরযত মোহাম্মদ (স) কথাই আমি বলছি যিনি নিজে কখনো পেট পুরে আহার করেনি । কারণ, তিনি দরদী ছিলেন, কারণ তিনি ভাবুক ছিলেন, যে তার পাশের কুঠুরিতে তার প্রতিবেশী আজ খেয়েছে কিনা সেই বিষয়ে!


হযরত সাল্লাহু সালাম এমনই একজন মহান পুরুষ যিনি নিজের কথা না ভেবে কেবলই, হতভাগা ভক্তদের কথাই ভেবেছেন। কিন্তু আজকের পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর প্রকৃতির ,তারা নিজেকে নিজেই খুবই শক্তিশালী মনে করে, তারা ধন-সম্পদ বাড়ি-গাড়ি ব্যাংক- ব্যালেন্সের বাড়ায় দেখায়, কিন্তু তারা হয়তো জানেনা যে উত্তম সুন্দর চরিত্র হচ্ছে বড়াই করার একমাত্র আসল বস্তু । যখন মানুষ তার অর্জিত ধন সম্পদ নিয়ে বড়াই করে তখন আমার দুঃখ লাগে। দুঃখী মানুষের কথা না ভেবে আমরা কেমন করি সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি? এ প্রশ্ন আমাদের সকলের বিবেকের কাঠগড়ায় তুলে জিজ্ঞাসা করতেই হবে। বর্তমান মানুষের চরিত্রের দিকে লক্ষ্য করলে দেখি ,সাদা সে নিজেকে নিয়ে খুশি মেজাজে থাকতে আগ্রহী।  খুশি মেজাজে থাকতে মানা করার কিছুই নেই তবে, আমাদের ওই যে দুখিনী পাড়া-প্রতিবেশী, তার কথা ভাবতেই দোষ কোথায়? আমরা ওই কথা ভাবতে রাজি নয়, কারণ আমরা তো সত্য সুন্দর সুচরিত্র পরোপকারের কথা ভুলে গেছি। নতুন করে অহেতুক কেন খামাখা এসব কথা তুলে আমাদের ছোট করছে!



সমাজের নানান শ্রেণীর লোক আছে তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে খারাপ চরিত্রের বাসিন্দা, যারা বসে আছে সমাজের উচ্চ মহলে। সমাজের শোষিত মানুষদের এই জন্য আজ অনিশ্চিত ভাগ্য, উচ্চ মহলের মানুষ-জন নানান ভাবে নানান শোষণ করছে ও ধোঁকা দিচ্ছে  নিপীড়িত জনসাধারণের, যা তারা বুঝতে পারলেও এর  প্রতিরোধ গড়ে তুলতে পারছে না ,ওই শাসক নামের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, তার একটাই কারণ আমাদের কোন ঐক্য নাই । আমরা নিজেকে নিয়েই নিজেই বেশি তোলপাড় । সমাজে এ অবস্থা চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ জীবন ও প্রজন্ম দুইটাই হয়তো করুণ অবস্থায় পড়বে। সমাজে ওই কথাকথিত ভদ্রলোকের দলের জন্য মানুষ আজ তার ন্যায্য অধিকার থেকে অনেক দূরে তাই সমাজে আজ এত বেশি কোলাহল, তাই মানুষে-মানুষে আজ এত বেশি বিভেদ। সমাজের কোন স্থানে আজ ঐক্য নাই, নাই শান্তি। কেবল আছে, শুধু শোষণ আর নীরব শোষণ।

আজকের সমাজের লোক কেন এমন হলো? তা আমাদের সবাইকে ভেবে দেখতে হবে, একইসাথে তার উত্তর খুঁজে বের করতেই হবে। সেই সাথে সমাজে যে সব ব্যাধি আছে তা নিবারণ করতেই হবে । তাই এর জন্য আমাদের নিজেদের সকলকে কাজে আরো সংযমী হতে হবে । পারস্পারিক সুন্দর সম্পর্ক আরো দৃঢ় করতে হবে, আর এর জন্য চাই উদার মানসিকতা । একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ভালো উপকার অর্থে ছাড় দেয়ার শিথিলতা মনোভাব তৈরি করতে হবে। তবেই এই ঘুনে ধরা সমাজ কে মুক্ত করতে শক্তিশালী ভিত্তির দিয়ে নতুন করে তুলে ধরা যাবে। সমাজের এই সুন্দর নতুন ভিত্তি আমরাই করে তুলতে পারি, যদিও সেই মানসিকতার ঘাটতি বাইরে থেকে কম না দেখালেও ,আমরা কিন্তু বাস্তব অনেকটা কম আগ্রহের প্রতিফলন ভিতরে ভিতরে অপ্রকাশিত রেখে থাকি । যাতে আমরা ধরা পড়তে রাজি নয়, এখন হয়ত আপনারা সকলেই বলবেন যে তুমি এত সমাজতান্ত্রিক সমাজবিদ কবে থেকে হলেন, আর যদি হলেই বা তা তোমার অর্জনটাই _কী  শুনি? এই কথার উত্তরে আমি বলব  "আমি তেমন কিছু না করলেও, এমন কিছু করছি বলে আমি কখনো দম্ভ করিনা।" এবার হয়তো বলবেন তা কতটা সত্যি ও বিশ্বাসযোগ্য এর উত্তরে আমি বলব আমরা নিজেরা কিছু করি বা না করি ,অন্য যে কিছু করছে না ,তাতেই আমাদের জ্বালা ধরবে এই হল সকল বাস্তবতা। এই প্রসঙ্গে আমি বলবো নিজে কিছু না করার অধিকার হয়তো ক্ষেত্রবিশেষে থাকতে পারে, তবে অন্যের ভালো কাজের প্রতি আঘাত কোন দিক দিয়েই দেয়ার অধিকার আমার আপনার কারোরই দেওয়া হয়নি বৈকি!


সুন্দর পোশাকে আজ আমরা অধিকারী কিন্তু সুন্দর মনের অধিকারী আমরা নই! আজ আমাদের যেভাবে ভালো কথা বোঝানো হোক না কেন, আমরা তা শুনতে বা মানতে রাজি নয় এইজন্য আমার দুঃখ লাগে। আমরা সব কিছুই বিকৃত করে ফেলেছি কারণ আমরা হারিয়েছি নৈতিকতা, আমরা নিজেরাই আজ বিকৃত। কাজেই, চরম নৈতিকতা হীনতায় আজকের সমাজের মানুষের জন্য দুঃখজনক পরিবেশ তৈরি হয়েছে । সকল মানুষ যেন আজ এক অন্যরকম, যার ধ্বংস করা আছে সেই কেবল দাম্ভিক নয় বরং সকলেই যেন আজ কেমন একটা দাম্ভিক যার ফলে সমাজে এত কোলাহল, এত সংকট। সুতরাং, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের নৈতিক অবক্ষয় ঠেকাতে হবে | কাজেই আমাদের আরো নিজেদের চরিত্র কি আরও উত্তম উন্নতির দিকে নিয়ে যেতে হবে। যদিও তা মুখের কথা নয় তবুও আমাদের জীবন পরিবার সমাজ দেশ এবং সর্বোপরি বিশ্বকে নিরাপদ করতে আমাদের সকল কাজ কল্যাণময় হতে হবে, হতে হবে মানুষের জন্য, হতে হবে মানবতার জন্য। এখন হয়ত আপনারা অবশ্যই আমাকে বলতে বাধ্য হয়েছেন যে আমি একজন লাম্বা লাম্বা ফাঁকা বুলিবাজ মাঠে নেমে কাজ করা আর বড় বড় বুলি ছাড়া অনেক তফাৎ  ! যা আসমান আর জমিন সমতুল্য! কিন্তু আমি বলব ,"যখন মানুষই মানুষের থাকা বিভেদ আর সকল অন্যায় এই ধরা থেকে বিদায় নিবে তখন আকাশ কেন সমস্ত ত্রিভুবনের সত্যের থেকে উঁচু আর কিছুই আর থাকবে না!" এবং, তা পাওয়া যাবে না যদিও সেই সত্য আজ মৃতপ্রায় । সুতরাং,. আমাদের সত্য পথে চলতে হবে আর পথ ধরতে হবে পৃথিবীর মহান পুরুষদের দেখানো পথ, জীবন পদ্ধতি ও আদর্শ, নিজের ব্যক্তি জীবনে তার প্রভাব  একান্ত আবশ্যক । আর সেই মহান পুরুষ হরযত মোহাম্মদ সাঃ। কাজেই পৃথিবীর মহৎ মানুষের আদর্শ অনুসরণ এই আমাদের সর্বক্ষেত্রে কল্যাণকর হবে এবং মানুষের সকল দুঃখ লাঘব হবেল।


©All copyright R A W Media 2021 



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thanks for your comment