সর্বশেষ লেখা

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

About

R A W Media একটি ব্লগ ওয়েবসাইটি যেখানে রনি আহম্মেদ নিজের লেখাগুলো  তুলে ধরেন।


   R A W Media- Rony Ahmed Writer Media

  English

 Rony Ahmed writers regulary on blog sities froms his favorite place.It is not my intention to discredit any individual  or society.I  belive in free thought but it is not my intention to criticize unnecessarily .I am sorry if my writing accidentally hunts any person or society.My request to all of them , don't argue with me unnecessarily.


Bangla_

R A W Media_ Rony Ahmed Writer Media

"Rony Ahmed"

'রনি আহম্মেদ একজন ব্লগার ও সাহিত্যিক '

Rony Ahmed (Writer)
  

রনি আহম্মেদ এর পরিচয় :

পিতা : মো: শফিকুল ইসলাম 

মাতা : মর্জিনা বেগম 

কলেজ :Moheshpur Govt Degree College.

 হাইস্কুল :Jhawtala M, K,N,G High School.

প্রাইমারি: ৪২ নং মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়.

জন্মশহর : মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ 

জন্মদিন · ২৫ অক্টোবর ১৯৯৯

লিঙ্গ ·পুরুষ

যে সকল বিষয়ে আগ্রহী : সাহিত্য বিষয় লেখালেখি ও এডভেঞ্চার !

ভাষাসমূহ :বাংলা .

ধর্মীয় দৃষ্টিভঙ্গি :ইসলাম

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি · রাজনৈতিক আদর্শ নেই !

পদবি সহ নাম ·Writer Rony Ahmed.


 দাম্পত সম্পর্ক: অবিবাহিত 

পরিবারিক সদস্য · ৪ জন.

"রনি আহম্মেদ সম্পর্কে ----

(১)জন্ম ও পরিচয় :

রনি আহম্মেদ ১৯৯৭ খ্রিষ্টাব্দের ৩১এ মার্চ , ১৭ই চৈত্র ১৪০৩ সনে রোজ সোমবারে( কিন্তুু তিনি সার্টিফিকেট বয়স ১৯৯৯ খ্রিষ্টাব্দ ২৫ অক্টোবর তারিখ প্রদান করেন *) রাতের শেষ প্রহর (ভোরবেলা ) মা "মর্জিনা বেগম" এর কোল আলো করে তিনি তার মায়ের প্রথম পুত্র সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন । { নানা মরহুম বাহার আলী মন্ডল এর বাড়ী , হাট- মান্দারতলা গ্রামে (ইউনিয়ন : নাটিমা, উপজেলা : মহেশপুর , জেলা : ঝিনাইদহ ) জন্ম ।
# রনি আহম্মেদ এর পরিচয় ---
পিতা : শফিকুল ইসলাম , মাতা : মর্জিনা বেগম 
ভাই: জনি আহম্মেদ (জন্ম : ১ এপ্রিল ২০০৪ খ্রিষ্টাব্দ);
পিতামহ : মরহুম জাফর আলী মন্ডল( জন্ম : তথ্যসূত্রের প্রয়োজন *, মৃত্যু : ২১ এ ফেব্রুয়ারী২০০২ খ্রিষ্টাব্দ) ; মাতামহ : মরহুমা চম্পা বেগম ( জন্ম : তথ্যসূত্রের প্রয়োজন * মৃত্যু: ৫ ই জানুয়ারি ২০১১খ্রিষ্টাব্দ );
নানা: মরহুম বাহার আলী জন্ম : তথ্যসূত্রের প্রয়োজন *, মৃত্যু : ৭ ই এপ্রিল ২০১১); নানী : বেগম (জীবিত );

(২)শিক্ষাজীবন :

#রনি আহম্মেদ এর প্রাথমিক শিক্ষজীবন " ৪২ নং মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, 'মহেশপুর , ঝিনাইদহ" থেকে সম্পূর্ন করেন (আরো তথ্যসূত্রের প্রয়োজন*) ।
# রনি আহম্মেদ এর মাধ্যমিক শিক্ষাজীবন" ঝাউতলা এম,কে,এন,জি মাধ্যমিক বিদ্যালয় , 'চৌগাছা ,যশোর " থেকে সম্পূর্ণ করেন (আরো তথ্যসূত্রের প্রয়োজন )
# রনি আহম্মেদ বর্তমানে উচ্চ-মাধ্যমিকে বাণিজ্য বিভাগে ২য় বর্ষে "মহেশপুর সরকারী ডিগ্রি কলেজ" , মহেশপুর , ঝিনাইদহ" তে অধ্যায়ণ করছেন (আরো তথ্যসূত্রের প্রয়োজন )

====================================

(৩) *লেখালেখি জীবনে রনি আহম্মেদ *:

রনি আহম্মেদ সাহিত্য বিষয় লেখালেখি চর্চা করে থাকেন মূলত মাধ্যমিক শিক্ষাজীবন শুরু থেকে লেখালেখি করেন। 
রনি আহম্মেদ এর প্রথম কবিতা" বাংলার গর্ব" প্রকাশিত হয় 'জাগরণী' সাহিত্যের কাগজে ( ২১ ফেব্রুয়ারী ২০১২ ইং, ৯ ফাল্গুন -১৪১৮ বাংলা , ৪র্থ বর্ষ , ৫ম সংখ্যা , সম্পাদকঃ শ্যামসুন্দর কুন্ডু, প্রকাশনায়ঃ জাগরণী সাহিত্য পরিষদ, মহেশপুর , ঝিনাইদহ)
এছাড়াও ,, "জীবনের কবিতা" শিরোনামে কবিতা প্রকাশিত হয় মহেশপুর সাহিত্য পরিষদের একটি অনিয়মিত প্রকাশনা ' কলরব ' এ ( ডিসেম্বর ২০১৬ ইং , অগ্রহায়ণ ১৪২৩ বাংলা , ১ম বর্ষ ২য় সংখ্যা , প্রধান সম্পাদকঃ এ.টি.এম খায়রুল আনাম , প্রকাশনায়ঃ মহেশপুর সাহিত্য পরিষদ)
# এ ছাড়াও রনি আহম্মেদ এর উল্লেখ্যযোগ্য লেখাসমূহ মধ্যে রয়েছে:
≈ কবিতা ≈: বাংলার গর্ব ,(প্রথম লেখা কবিতা , যা প্রকাশিত ), মানবতার কবি ( উৎসর্গ বিদ্রোহী / জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ), হে নিন্দুক , বন্ধুদের ছেড়ে , তোমাদের জন্য , জীবনের কবিতা (প্রকাশিত ), ঈদের খুশির মেলা ইত্যাদি (আরো তথ্যে প্রয়োজন )
≈প্রবন্ধ≈: " আমরা হারিয়েছি নৈতিকতা " ( তথ্য সূত্রের প্রয়োজন )
≈ প্রবন্ধগ্রন্থ≈ দুঃখ লাগে ( পরিমর্জানের প্রয়োজন )

# রনি আহম্মেদ এর পুরষ্কার প্রাপ্তি:

রনি আহম্মেদ" মহেশপুর সরকারী ডিগ্রি কলেজ, মহেশপুর ,ঝিনাইদহ " থেকে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন এবং তিনি কবিতা আবৃতি প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার লাভ করেন যা ঝিনাইদহ - ০৩ আসন এর মাননীয় এমপি জবাব মোঃ নবী- নেওয়াজ কাছ থেকে সনদসহ কয়েকটি চীনামাটির থালা গ্রহন করেন --*
≈ সাফল্য/ইভেন্ট == পুরষ্কার/তারিখ ==পুরষ্কার প্রদকারী 
( ১) কবিতা আবৃতি- ২য়, সনদ+ চীনামাটির থালা-২০ এ ফেব্রুয়ারী ২০১৭ , নবী-নেওয়াজ - এমপি ঝিনাইদহ -,০৩.
(২,) প্রবন্ধ লেখা -৩য় বই( জুন ২০১৭ ) আনিসছুরজ্জামান - প্রফেসর মার্কেটিং মহেশপুর সরকারী ডিগ্রি কলেজ , মহেশপুর ,ঝিনাইদহ.

∆ তথ্য সূত্রের প্রয়োজন ____.

জীবনের ঘটনাগুলি
২০১৮ সালের ঘটনা 
অসহায় সন্তানের দুঃখিনী মা ---
প্রিয় উদ্ধৃতিগুলি · সম্পাদনা করুন
বড় বড় উদ্ধৃতি নয় বরং কর্মেই মানুষের আসল পরিচয় 
---- রনি আহম্মেদ.
তবুও যখন কীছু বলতে হয় .......!

(১) জীবনে কীছু শিক্ষা অপূর্ণতার জন্য পরাজয় আসে , আর সেই পরাজয় থেকে শিক্ষার নিয়েই জীবনে শিক্ষার পূর্ণতা আসে 
----- রনি আহম্মেদ.
(২) অদক্ষতা ও ভুলই আনে পরাজয় - আর পরাজয় আনে শিক্ষা - আর এই পরাজীত শিক্ষাই আনে হার না মানার শক্তি ও উন্নতি ।
        

               ------ রনি আহম্মেদ.

©R A W Media 2021